Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ডিসেম্বর ২০২৩

২৩নং ওয়ার্ডস্থ পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদে জুম্মার নামাজের মাধ্যমে কার্যক্রম শুরু।


প্রকাশন তারিখ : 2023-12-01

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ নভেম্বর ২০২৩ খ্রী. তারিখে উদ্বোধনের পর আজ ২৩নং ওয়ার্ডস্থ পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদে জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন এ মসজিদটি ১৪ মার্চ ২০১৯ খ্রী.তারিখে মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শায়েখ আব্দুল মোস্তফা রাহিম আল আজহারী (মাঃজিঃআঃ)' র ইমামতিতে প্রায় সাড়ে তিন হাজার মুসল্লী নামাজ আদায় করেন। উল্লেখ মাননীয় মেয়রসহ বিপুল সংখ্যক নারী জামাতে অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জে এই প্রথম কোন মসজিদে নারীদের জন্য নামাজের সুব্যবস্থা করা হয়েছে।
জামাতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নামাজ শেষে মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। বিশেষ দোয়া মোনাজাতের পর তাবারক বিতরণ করা হয়।