Wellcome to National Portal
  • 2021-09-02-06-50-29a3ec0ee21de231376cdfec97fc39d1
  • 2021-09-02-06-51-0ff3bbecda4b3d30b6ff812a5b07bcf3
  • 2021-09-02-06-50-4e8bc0b14553d83d3639dbf2c7689b68
  • 2021-09-02-06-50-085a18e25eaa3bb78b2651ab9247bde3
  • 2021-09-02-06-51-6f313c7f9dbd46102923189e5b47aadb
  • 2021-09-02-06-54-94faa056e993a411723e453f4db38b06
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ডিসেম্বর ২০২৩

২৩নং ওয়ার্ডস্থ পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদে জুম্মার নামাজের মাধ্যমে কার্যক্রম শুরু।


প্রকাশন তারিখ : 2023-12-01

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ নভেম্বর ২০২৩ খ্রী. তারিখে উদ্বোধনের পর আজ ২৩নং ওয়ার্ডস্থ পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদে জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন এ মসজিদটি ১৪ মার্চ ২০১৯ খ্রী.তারিখে মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শায়েখ আব্দুল মোস্তফা রাহিম আল আজহারী (মাঃজিঃআঃ)' র ইমামতিতে প্রায় সাড়ে তিন হাজার মুসল্লী নামাজ আদায় করেন। উল্লেখ মাননীয় মেয়রসহ বিপুল সংখ্যক নারী জামাতে অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জে এই প্রথম কোন মসজিদে নারীদের জন্য নামাজের সুব্যবস্থা করা হয়েছে।
জামাতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নামাজ শেষে মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। বিশেষ দোয়া মোনাজাতের পর তাবারক বিতরণ করা হয়।
 
2023-12-01-17-07-6fab6c3569506f6f2a7cc1d4453bd467
 
2023-12-01-17-07-bad5ce05bf29d8f68622138217a3c36e
 
2023-12-01-17-07-e3d331a793923638d5361f07b1a10878
 
2023-12-01-17-07-bf9bac01f8a7146e0c91e04c51eb5828
 
2023-12-01-17-07-9e2cc50cc7f6f3ad389347c3f709bc76
 
2023-12-01-17-09-21875a236bf109d3bf41c7f92af46a5b
 
2023-12-01-17-09-7131a2e3f461dfaa1176460bffc2766c
 
2023-12-01-17-10-078969088d8fcff29e3029d079437175