Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ ডিসেম্বর ২০২১

পাক-পাঞ্জাতন সিটি জামে মসজিদ

 

 

কদমরসুল অঞ্চলের ধর্ম প্রিয় মানুষের কথা বিবেচনা করে মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ২০১৮ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডে “আলী আহাম্মদ চুনকা সড়ক” সংলগ্ন সিটি কর্পোরেশনের নিজস্ব ভূমিতে (২৪ শতক) পাঁচ তলা বিশিষ্ট “পাক-পাঞ্জাতন সিটি জামে মসজিদ” এর নির্মাণ কাজ শুরু করেন। সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ৮৬৯.৪৪ লক্ষ টাকা ব্যয়ে “পাক-পাঞ্জাতন সিটি জামে মসজিদ” কমপ্লেক্স নির্মিত হচ্ছে। মসজিদটি দুটি অংশে বিভক্ত। মূল মসজিদ পাঁচ (৫) তলা (পুরুষ) এবং অন্যটি তিন (৩) তলা (মহিলা) বিশিষ্ট  মসজিদ। সর্বমোট ২২২৯৫.০০ বর্গফুট আয়তনের মসজিদটি অত্যন্ত নৈসর্গিক ও ধর্মীয় ভাব গাম্ভীর্য্য পরিবেশে অবস্থিত। যার পাশে রয়েছে উপজেলা সরকারী কদমরসুল কলেজ এবং সিটি কর্পোরেশনের কদমরসুল আঞ্চলিক কার্যালয়ের পাশে মসজিদটি অবস্থিত।

এ মসজিদে একসাথে প্রায় ২০০০ জন মুসুল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের নিচ তলায় দুটি গমন ও বহির্গমনের সুবিশাল প্রবেশপথ সহ উপরের ফ্লোরে যাওয়া-আসার জন্য দুটি সিড়ি রয়েছে। মসজিদের নিচ তলায় নামাজের স্থানের পাশাপাশি অজুখানা ও টয়লেটের ব্যবস্থা রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলায় নামাজের স্থান বিদ্যমান। চতুর্থ ও পঞ্চম তলায় ইসলামী পাঠাগার ও আন্তর্জাতিক ইসলামী সাহিত্য ও গবেষণা কেন্দ্র হিসেবে ব্যবহার হবে। যা এলাকার মানুষের ধর্মীয় শিক্ষা সাহিত্যচর্চা ও জ্ঞান আহরণের নিমিত্ত কার্যকর ভূমিকা রাখবে।

এ মসজিদটি নির্মাণের ফলে ধর্ম প্রিয় মানুষের ধর্মীয় আত্মসামাজিক অনুভূতি ও চেতনাবোধ জাগ্রত হবে এবং পরিবেশ ও আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটবে।