Wellcome to National Portal
  • 2021-09-02-06-50-29a3ec0ee21de231376cdfec97fc39d1
  • 2021-09-02-06-51-0ff3bbecda4b3d30b6ff812a5b07bcf3
  • 2021-09-02-06-50-4e8bc0b14553d83d3639dbf2c7689b68
  • 2021-09-02-06-50-085a18e25eaa3bb78b2651ab9247bde3
  • 2021-09-02-06-51-6f313c7f9dbd46102923189e5b47aadb
  • 2021-09-02-06-54-94faa056e993a411723e453f4db38b06
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ফেব্রুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জ নগরীর জন্য গণপরিবহন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে Light Rapid Transit (LRT) স্থাপন।


প্রকাশন তারিখ : 2024-01-10

 

নারায়ণগঞ্জ নগরীর জন্য গণপরিবহন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে Light Rapid Transit (LRT) স্থাপন“নারায়ণগঞ্জ নগরীর গণপরিবহন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে Light Rapid Transit System স্থাপন” প্রকল্পটি বাস্তবায়নের নিমিত্ত অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে গত ২৫/১১/২০১৮ইং তারিখে মাননীয় প্রধানমন্ত্রী নীতিগত অনুমোদন প্রদান করেন। Light Rapid Transit (LRT) একটি গণপরিবহন ব্যবস্থা, যা ইলেকট্রিক ট্রেনের মাধ্যমে একস্থান হতে অন্যস্থানে যাত্রী পরিবহন করা হয়। উন্নত বিশ্বে আধুনিক নগরগুলোতে এ ধরণের LRT ব্যবস্থা চালু রয়েছে। LRT এর মাধ্যমে দ্রুত যাত্রী পরিবহন করা সম্ভব যা সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। এ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ নগরীর গুরুত্বপূর্ণ সড়কের মেডিয়ানের (Median) উপর দিয়ে পিলারের মাধ্যমে এলিভেটেডভাবে দু’টি LRT লাইন নির্মাণ করা হবে। এক নম্বর লাইনটি নিতাইগঞ্জ হতে শুরু হয়ে চাষাড়া হয়ে সাইনবোর্ডে শেষ হবে, যার দূরত্ব ১১ কিলোমিটার। অপরদিকে দুই নম্বর লাইনটি চিটাগং রোড হতে শুরু হয়ে পঞ্চবটিতে শেষ হবে, যার দূরত্ব ১২ কিলোমিটার এবং Interchange Station হবে চাষাড়াতে। ২টি লাইন মিলে মোট দুরত্ব ২৩ কিলোমিটার। লাইন দুটি প্রতিদিন প্রায় ১ লক্ষ ২০ হাজারের অধিক যাত্রী পরিবহন করবে। পরবর্তীতে গণপরিবহন সেবা কদমরসুল অঞ্চলে মদনগঞ্জ হতে মদনপুর পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এ প্রকল্পটি বর্তমানে পরিকল্পনানাধীন রয়েছে। যা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে, চায়নার একটি প্রতিনিধি দল/সংস্থা প্রকল্পটি বাস্তবায়নের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে মাননীয় মেয়র, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে সাক্ষাৎ করেন। এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন-জনাব মো: আব্দুল আজিজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জনাব মো: আজগর হোসেন নির্বাহী প্রকৌশলী ও জনাব মো: মঈনুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

 

2024-02-07-11-44-b3b5894f763113f2ebdc7434ddf82bcb

 

2024-02-07-11-44-fb306a5c5420b7565bb09e8b080b130a

 

2024-02-07-11-44-1fcb4d2686e2c128e97c2552e1bc0b7c