Wellcome to National Portal
  • 2021-09-02-06-50-29a3ec0ee21de231376cdfec97fc39d1
  • 2021-09-02-06-51-0ff3bbecda4b3d30b6ff812a5b07bcf3
  • 2021-09-02-06-50-4e8bc0b14553d83d3639dbf2c7689b68
  • 2021-09-02-06-50-085a18e25eaa3bb78b2651ab9247bde3
  • 2021-09-02-06-51-6f313c7f9dbd46102923189e5b47aadb
  • 2021-09-02-06-54-94faa056e993a411723e453f4db38b06
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিষদের ৫ম সাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2023-02-15

আজ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সভাকক্ষে মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে ৫ম সাধারণ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই বিগত সভার কার্যবিবরণী পাঠ, অনুমোদন ও অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। এরপর পর্যায়ক্রমে অন্যান্য আলোচ্য বিষয় যথাক্রমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস-২০২৩ যথাযথ মর্যাদায় পালন, রাজস্ব আদায়ের অগ্রগতি, ডিসেম্বর/২০২২ ও জানুয়ারী/২০২৩ মাসের আয়-ব্যয় হিসাব পর্যালোচনা, সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল অঞ্চলের পঞ্চবার্ষিক এসেসমেন্ট-এ স্থাপনার বার্ষিক মূল্যায়ন রেইট নির্ধারণ, উন্নয়নমূলক কার্যক্রম (চলমান প্রকল্প ও নতুন প্রকল্প) ও ভবিষ্যৎ পরিকল্পনা, পানি সরবরাহ বিভাগের নিয়মিত সেবা প্রদান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা, নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্রসমূহ পরিচালনা এবং সেবা প্রদান, ওয়ার্ড পর্যায়ে ইপিআই কর্মসূচি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ও বিবিধ অন্যান্য বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

2023-02-15-09-16-261c30ef72fd976f2cbdb83a92be20d7