Wellcome to National Portal
  • 2021-09-02-06-50-29a3ec0ee21de231376cdfec97fc39d1
  • 2021-09-02-06-51-0ff3bbecda4b3d30b6ff812a5b07bcf3
  • 2021-09-02-06-50-4e8bc0b14553d83d3639dbf2c7689b68
  • 2021-09-02-06-50-085a18e25eaa3bb78b2651ab9247bde3
  • 2021-09-02-06-51-6f313c7f9dbd46102923189e5b47aadb
  • 2021-09-02-06-54-94faa056e993a411723e453f4db38b06
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জানুয়ারি ২০২৩

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২৩ পালন উপলক্ষ্যে নগর ভবন সভাকক্ষে সিটি কর্পোরেশন পর্যায়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।


প্রকাশন তারিখ : 2023-01-18

 

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২৩ পালন উপলক্ষ্যে নগর ভবন সভাকক্ষে সিটি কর্পোরেশন পর্যায়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী জানান, আগামি ২২-৩১ জানুয়ারী পর্যন্ত জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে স্কুলের ৫-১৬ বছরের শিক্ষার্থীদের ক্ষুদে ডাক্তার টিমের মাধ্যমে কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেট খাওয়ানো হবে। এবার ট্যাবলেটটি ভরা পেটে চুষে খাওয়াতে হবে। কোন শিক্ষার্থী যদি বাড়িতে ৩০ দিন পূর্বে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে থাকে তারাও এই কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেটের আওতায় থাকবে। অভিভাবকদের আন্তরিক হয়ে প্রতিটি শিশুকে কৃমি নিয়ন্ত্রণ ঔষধ খাওয়াতে হবে। এই ঔষধের কারণে কোন শিশুর ক্ষতিসাধিত হওয়ার সম্ভাবনা নেই।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও সংরক্ষিত কাউন্সিলর (ওয়ার্ড ১৩, ১৪, ১৫) জনাব মনোয়ারা বেগম বলেন, শিশুদের কৃমি নিয়ন্ত্রণ ঔষধ চকলেট বলে তাদের খাওয়াতে পারেন। খুব সহজ উপায়ে তাদের এই কৃমি নিয়ন্ত্রণ ঔষধ দিতে পারবেন। এবারের কৃমি নিয়ন্ত্রণ ঔষধটি শিশুদের চুষে খাওয়ানো যাবে।
এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভ্যাকসিনেটর সুপারভাইজার, টিকাদানকারী, স্বাস্থ্যকর্মী সহ নারায়ণগঞ্জ সহকারী উপ-মাধ্যমিক শিক্ষা অফিসার গুলশান আরা, বন্দর সহকারী উপ-মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসাইন এবং নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
2023-01-18-11-45-dd2ad37485d20d0ff24a9a2f434f62b4
 
 
2023-01-18-11-45-b09de49d159aa7d15a2cf1d5668666db