Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ফেব্রুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জ নগরী পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত জাপান রাষ্ট্রদূত Mr. IWAMA Kiminori


প্রকাশন তারিখ : 2023-02-05

 

আজ জাপানের রাষ্ট্রদূত মি. ইওয়ামা কিমিনরি (Mr. IWAMA Kiminori) নারায়ণগঞ্জ নগরী পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী ছিলেন জাপান দূতাবাস, বাংলাদেশ এর First Secretary মি. আজুমায়া কেনজি, Security Attache মি. কাতো তাকুয়া, ব্যবস্থাপনা পরিচালক (অর্থনৈতিক অঞ্চল) তারো কাওয়াচি, HR, BSEZ, মি. সালাহউদ্দিন আহমেদ।

জাপানি রাষ্ট্রদূত সফরসঙ্গী সহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জালকুড়িতে অবস্থিত বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প ও ইনসিনারেশন প্ল্যান্ট পরিদর্শন করেন। এরপর সিদ্ধিরগঞ্জ লেক, হাজীগঞ্জ দূর্গ, আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট, শেখ রাসেল নগর পার্ক, বাবুরাইল খাল, শীতলক্ষ্যা নদী বন্দর পরিদর্শন করেন।

মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সম্মানিত রাষ্ট্রদূতকে নগর ভবনে স্বাগত জানান।

নগর ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম, নারায়ণগঞ্জ নগরীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কিত উপস্থাপনা সহ নারায়ণগঞ্জ ও নারুতো নগরীর বন্ধুত্ব সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে শিক্ষা, সংস্কৃতি, মানবসম্পদ ও ঐতিহ্য বিষয়ে একটি রূপরেখা উল্লেখ করেন।

মাননীয় মেয়র, নারায়ণগঞ্জ নগরীর পানি সরবরাহ ব্যবস্থা, পরিবেশ উন্নয়ন ও পরিবহন অবকাঠামো সহ নাগরিক সেবার মান উন্নয়নে সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

জাপানি রাষ্ট্রদূত, নারায়ণগঞ্জ নগরীর সাথে নারুতো নগরীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ়করণ সহ অন্যান্য বিষয়ে সহযোগিতার জন্য আগ্রহ প্রকাশ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, প্যানেল মেয়র-১ মোঃ আব্দুল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।