আজ নগর ভবন সভাকক্ষে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ও সোনার বাংলা ফাউন্ডেশন এর মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়
সোনার বাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনাম এবং দক্ষতার সাথে নারায়নগঞ্জ নগরীতে কাজ করে আসছে। ইতিমধ্যে তারা নগর স্বাস্থ্য কেন্দ্র ৩, ১৬ নং ওয়ার্ডে, স্বল্প খরচে, উন্নতমানের কিডনী ডায়ালাইসিস সুবিধা প্রদান করছে যেখানে প্রতিদিন প্রতিদিন ৫০+ রোগী এখান থেকে সেবা গ্রহন করছে। ইতিমধ্যে ৮ টি স্টেশনে ২৪ টি ডায়ালাইসিস করার সুবিধা সহ ৩০০০ জিপিডি আরও প্লান্ট বসানো হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ নগর ভবনে সোনার বাংলা ফাউন্ডেশনের সাথে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের আরো একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষে চিফ অপারেটিং অফিসার চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী ২২ নং ওয়ার্ডে অবস্থিত নগর মাতৃসদন হাসপাতালে আন্তর্জাতিক মানের সকল আধুনিক সুযোগ সুবিধা এবং আবাসন ব্যাবস্থা সম্বলিত নার্সিং কলেজ স্থাপিত হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী, প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডা: শেখ মোস্তফা আলী, নগর পরিকল্পনাবিদ মো: মঈনুল ইসলাম ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার হোসনে আরা বেগম (এনডিসি), প্রকৌশলী মোঃ আল ইমরান সরকার, সাজ্জাদ রাশেদ, সুফি হায়দার জুলফিকার রহমান সহ সোনার বাংলা ফাউন্ডেশনের উর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মাননীয় মেয়র মহোদয় নগরবাসীর স্বাস্থ্যসেবা এবং দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে নতুন নতুন উদ্ভাবন এবং প্রকল্প নেয়ার ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেন এবং এই উদ্দেশ্য সফল করার জন্য সকল জনগন, কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। এছাড়াও এছাড়াও নগরীতে ব্লাড ব্যাংক গঠন করার ব্যাপারেও তিনি দিকনির্দেশনা প্রদান করেন।