Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd এপ্রিল ২০২২

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ১০(দশ)তলা বিশিষ্ট নগর ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের তথ্যবহুল সংক্ষিপ্ত-সার।


নগরবাসীকে উন্নত সেবা প্রদানের নিমিত্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। কিন্তু উন্নত কর্মপরিবেশ না থাকায় সেবা প্রদান ব্যহত হচ্ছিল। জনগণের সেবার মান বৃদ্ধির লক্ষে মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী উন্নত কর্মপরিবেশ সৃজনের জন্য স্বনামধন্য পরামর্শক প্রতিষ্ঠান ভিত্তি স্থপতিবৃন্দ লি. কর্তৃক নগর ভবনের নকশা প্রণয়ন করেন এবং সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ১০তলা নগর ভবনের নির্মাণ কাজ শুরুর লক্ষে গত ২৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

১ম পর্যায়ে এনসিসি’র নিজস্ব অর্থায়নে ৬২ কোটি ৮৩ লক্ষ টাকা ব্যয়ে ৫তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। ২য় পর্যায়ে জিওবি ও নিজস্ব অর্থায়নে ৩১ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে ৬ষ্ঠ - ১০ম তলা নির্মাণের কাজ চলমান আছে। ইতিমধ্যে প্রকল্পের ৮৫% কাজ সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই এর নির্মাণ কাজ সমাপ্ত হবে। ভবন নির্মাণ সম্পন্ন হলে আধুনিক ও পরিবেশবান্ধব অফিস ভবন নির্মিত হবে, সম্প্রসারিত কর্মস্থল তৈরি হবে, নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে একটি উত্তম সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা সম্ভব হবে। ইতিমধ্যে অফিস কার্যক্রম  নগর ভবনে শুরু হয়েছে।

 

(নগর ভবন)

 

(চলমান)

 

(চলমান)

 

 

১ম হতে ১০তলা পর্যন্ত ফ্লোর বিন্যাসঃ

  •  

(১৪৭২০ বর্গফুট)

  • ওয়ান স্টপ সার্ভিস সেন্টার (তথ্য কেন্দ্র)
  • কার পার্কিং
  • অডিটোরিয়াম (দক্ষিণ অংশে)

(আসন সংখ্যা ৪০০+২৬০=৬৬০)

  • জেনারেটর রুম

 

 

 

 

 

  •  

(১৪৭২০ বর্গফুট)

  • ফুড এন্ড স্যানিটেশন
  • জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণ
  • টিকাদান
  • এটিএম বুথ
  •  

(১৪৭২০ বর্গফুট)

  • রাজস্ব/কর আদায় শাখা
  • ক্যাফেটেরিয়া
  • ঝুলন্ত বাগান
  •  

(১৪৭২০ বর্গফুট)

  • নগর জাদুঘর (ইতিহাস, মুক্তিযুদ্ধ, শিল্প/সংস্কৃতি, ঐতিহাসিক ব্যক্তিত্ব, নৌ বন্দর/ ডক ইয়ার্ড)
  •  

(১২০০০ বর্গফুট)

  • মাননীয় মেয়র মহোদয়ের দপ্তর
  • প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তর
  • পিএ টু মেয়রের রুম
  • সভাকক্ষ
  • ভিআইপি লাউঞ্জ
  •  

(১২০০০ বর্গফুট)

  • সচিবের দপ্তর
  • হিসাব বিভাগ
  • পরিবহন শাখা
  • পরিচ্ছন্ন শাখা
  • লাইসেন্স শাখা
  • বাজার শাখা
  • কাউন্সিলর লাউঞ্জ
  •  

(১২০০০ বর্গফুট)

  • স্বাস্থ্য বিভাগ
  • সম্পত্তি বিভাগ
  • আইন শাখা
  • সমাজ কল্যান ও বস্তি উন্নয়ন শাখা
  • নামাজের স্থান
  • UNDP, UPPR
  •  

(১২০০০ বর্গফুট)

  • প্রকৌশল বিভাগ
  • নগর পরিকল্পনা শাখা
  • সার্ভার রুম
  • সভাকক্ষ
  •  

(১২০০০ বর্গফুট)

  • মাল্টি-পারপাস হল
  •  

(১২০০০ বর্গফুট)

  • গেস্ট রুম (৯টি কক্ষ, ১৮টি বেড)
  •  
  • ১ম- ১০ম তলা (১,৩০,৮৮০.০০ বর্গফুট)

পূরণকৃত নমুনা ফরমঃ