Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ মে ২০২৪

৫নং গুদারাঘাটের নিকট কদমরসুল ব্রিজ নির্মাণ শীর্ষক প্রকল্পের তথ্যবহুল সংক্ষিপ্ত-সার।


 

শীতলক্ষ্যা নদীটি দেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ নদী। এর দু’পাড়েই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প নগরী নারায়ণগঞ্জ সিটি গড়ে উঠেছে। শীতলক্ষ্যার দুই পাড়ে বিবিধ প্রকৃতির শিল্প প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জ নগরীতে বিসিক শিল্পাঞ্চল ছাড়াও রপ্তানীমুখী নীট গার্মেন্টস শিল্পের অবস্থান।  সমগ্র নারায়ণগঞ্জ শহর ও শহরতলী নানাবিধ গার্মেন্টস এবং গার্মেন্টস সম্পর্কিত শিল্প এবং স্পিনিং ফ্যাক্টরিতে সমৃদ্ধ হয়েছে। এছাড়া নদীর আশে-পাশে ইটভাটা, জাহাজ নির্মাণ ও মেরামত শিল্প দেশের অর্থনীতিতে আশাব্যঞ্জক খাত হিসেবে আবির্ভুত হয়েছে। সিদ্ধিরগঞ্জ ও হরিপুর বিদ্যুৎকেন্দ্র, ডকইয়ার্ড, সাইলো ইত্যাদি এ নগরীকে শিল্প সমৃদ্ধ করে তুলেছে। বর্ণিত অবস্থার প্রেক্ষিতে জনগণের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য নদীর দু’পাড়ের মানুষকে সার্বক্ষণিক নদী পারাপার হতে হয়। নদী পারাপারে নৌ-দুর্ঘটনায় প্রতি বছর প্রানহানী ঘটে এবং বহু লোক আহত হয়। নৌ-দুর্ঘটনা লাঘবে, জনসাধারণের যাতায়াত সহজতর করার জন্য শহরের মধ্যবর্তী অঞ্চলে একটি ব্রীজ নির্মাণের প্রয়োজনীয়তা দীর্ঘকাল যাবৎ অনুভুত হয়ে আসছিল। সে জনআকাঙ্খা পূরণকল্পে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নগরীর ৫নং গুদারাঘাট হতে পূর্ব পাড়ে মদনগঞ্জ ঘাট এলাকার মধ্যবর্তী স্থানে একটি ব্রীজ নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছেন।

 

 

ব্রীজটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে। ব্রীজের ডিজাইন ও নকশা প্রণয়নের দায়িত্ব পালন করছে যৌথভাবে কোরিয়ান প্রতিষ্ঠান Dongsung Engineering Co. Ltd. Korea, Engineering & Planning Consultants Ltd. (EPC), Soils and Foundations Ltd. (S&F), Bangladesh & DM Engineering Co. Ltd. Korea (JV)। প্রস্তাবিত ব্রীজটি বাংলাদেশে নির্মিত একটি সর্বাধুনিক ব্রীজ হিসেবে বিবেচিত হবে মর্মে আশা করা যায়। এ ব্রীজের মধ্যবর্তী সিঙ্গেল স্প্যান হবে ২২০ মিটার যা দেশে নির্মিত সর্বাধিক দৈর্ঘ্যের একক স্প্যান। এ স্প্যান নির্মাণে ব্যবহৃত হবে স্টীল ও সিমেন্ট কংক্রিটের কম্পোজিট দ্রব্যসামগ্রী। সর্বোপরী, এটি একটি দৃষ্টিনন্দন ক্যাবল স্টেইড ব্রীজ হিসেবে নির্মিত হবে।

অন্যদিকে, শীতলক্ষ্যা নদী দ্বারা দ্বিখন্ডিত নগরীর পাড়কে সংযুক্ত করেছে বঙ্গবন্ধু সড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এবং অপর পাড়ে আলী আহাম্মদ চুনকা (উইলসন রোড) সড়ক। সেতুটি নির্মিত হলে উভয় পাড়ে পৃথকভাবে গড়ে উঠা সড়ক নেটওয়ার্ক কে কার্যকরভাবে সংযুক্ত করবে এবং ৫নং গুদারাঘাটে যে অভাবনীয় যানজটের সৃষ্টি হয় তা অনেকাংশে হ্রাস পাবে। ব্রীজ নির্মাণ হলে দ্রুততর যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে নগরবাসীর ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে

 

 

  •  

একনেকে অনুমোদন

:

০৯/১০/২০১৮ (১ম বার)

১২/০৯/২০২৩ (২য় বার)

  •  

জিও

:

১৮/১২/২০১৮

  •  

মোট প্রাক্কলিত ব্যয়

:

৫৯০.৭৫ কোটি টাকা

৭৩৫,১৮ কোটি টাকা (সংশোধিত)

  •  

অর্থের উৎস

:

জিওবি

  •  

অনুমোদিত বাস্তবায়ন মেয়াদকাল

:

১ জুলাই, ২০১৮ হতে ৩০ জুন, ২০২২

১ জুলাই, ২০১৮ হতে ৩০ জুন, ২০২৬  (সংশোধিত)

  •  

দৈর্ঘ্য

:

১৩৮৫ মিটার (আনুমানিক)

  •  

মূল ব্রীজ

:

৩৮০ মিটার

  •  

এপ্রোচ রোড

:

৩.৫০ কি.মি.

  •  

ফুটপাত

:

উভয় পার্শ্ব

  •  

পরামর্শক প্রতিষ্ঠানের নাম

:

Dongsung Engineering Co. Ltd. Korea, Engineering & Planning Consultants Ltd. (EPC), Soils and Foundations Ltd. (S&F), Bangladesh & DM Engineering Co. Ltd. Korea (JV)

  •  

ব্রীজের ডিজাইন ও সুপারভিশন পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি

:

০৭/০১/২০২০

  •  

ড্রয়িং/ডিজাইন প্রস্তুতকরণের মেয়াদ

:

৬ মাস

  •  

ঠিকাদার নির্বাচন এবং নিয়োগের মেয়াদ

:

৬ মাস

  •  

প্রকল্প বাস্তবায়ন কাল

:

২ বছর

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং গুদারাঘাটের নিকট শীতলক্ষ্যা নদীর উপর কদমরসুল ব্রিজ নির্মাণ শীর্ষক প্রকল্পের অন্যান্য তথ্য

প্রকল্পের নাম

:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং গুদারাঘাটের নিকট শীতলক্ষ্যা নদীর উপর কদমরসুল ব্রিজ নির্মাণ প্রকল্প

প্রকল্পের মেয়াদ

:

জুলাই ২০১৮ - জুন ২০২৬ (সংশোধিত)

স্থানীয় সরকার বিভাগে প্রকল্প যাচাই কমিটির সভা

:

১৫-১০-২০১৭

পরিকল্পনা কমিশনে পিইসি সভার তারিখ

:

২৩-০৪-২০১৮

একনেক সভার তারিখ

:

 

০৯/১০/২০১৮ (১ম বার)

১২/০৯/২০২৩ (২য় বার)

 

ডিজাইন ও সুপারভিশন কনসাল্টিং ফার্ম নিয়োগের জন্য EOI আহবান (আন্তর্জাতিক)

:

২৩-১২-২০১৮

RFP জারী

:

১২-০৫-২০১৯

RFP দাখিল

:

৩০-০৬-২০১৯

সর্বোচ্চ স্কোর প্রাপ্ত প্রতিষ্ঠানের সাথে Contact Negotiation

:

১৮-০৯-২০১৯

১০

সর্বোচ্চ স্কোর প্রাপ্ত প্রতিষ্ঠানের সাথে Contact Re-Negotiation

:

২২-১০-২০১৯

১১

পুনঃক্রয় প্রস্তাব অনুমোদন স্থানীয় সরকার বিভাগ কর্তৃক অনুমোদন

:

২৩-১২-২০১৯

১২

কনসাল্টিং ফার্মের সাথে চুক্তি

:

০৭-০১-২০২০

১৩

ব্রিজ ডিজাইন কাজের অগ্রগতি

:

১০০%

১৪

দরপত্র আহবানের তারিখ

:

২৮-০২-২০২১

পূরণকৃত নমুনা ফরমঃ