Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ডিসেম্বর ২০২১

আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন নির্মাণ প্রকল্পের তথ্যবহুল সংক্ষিপ্ত-সার।


 

 

আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনটি নারায়ণগঞ্জ নগরীর ঐতিহ্যবাহী ও প্রাচীন একটি প্রতিষ্ঠান, যা ১৯২৯ সালে পৌর পাঠাগার নামে প্রতিষ্ঠিত হয়। এ পাঠাগারের জন্য ১৯৭১ সালে আলাদা ভবন নির্মাণ করা হয়, যা নগরবাসীর জ্ঞান ভিত্তিক সমাজ গঠন ও দেশীয় সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাবেক পৌরসভার চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকা পৌর পাঠাগারটি ১ম তলা থেকে ২য় তলায় উন্নীত করেন।

ভবনটির ১ম তলায় লাইব্রেরী এবং ২য় তলায় ছিল মিলনায়তন। যেখানে নিয়মিত নাটক, কবিতা আবৃত্তি, নাচ-গান সহ সংস্কৃতি চর্চা করা হতো। পরবর্তীতে ১৯৮৪ সালে নারায়ণগঞ্জ পৌরসভার স্বাধীনতাত্তোর প্রথম নির্বাচিত (পর পর দুই বার) চেয়ারম্যান জনাব আলী আহাম্মদ চুনকা পরলোকগমণ করলে তৎকালীন পৌর পরিষদ সর্বসম্মতিক্রমে ও স্থানীয় সরকার বিভাগের অনুমোদন সাপেক্ষে এ পাঠাগারটি “আলী আহাম্মদ চুনকা পৌর পাঠাগার” নামে নামকরণ করেন।

পরবর্তীতে নির্বাচিত পৌর চেয়ারম্যান ডা. সেলিনা হায়াৎ আইভী’র অধীনে পৌর পরিষদের ০৩/০২/২০১০ খ্রি. তারিখে অনুষ্ঠিত ৮৪তম মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী আলী আহাম্মদ চুনকা পৌর পাঠাগারের নকশার কাঠামো পরিবর্তন/পরিবর্ধন করণ পূর্বক যুগোপযোগী আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত অপেক্ষাকৃত পরিবেশ বান্ধব বিদ্যুৎ সাশ্রয়ী ও প্রাকৃতিক আলো বাতাস সম্পন্ন ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। যেহেতু ভবনটি নারায়ণগঞ্জের ঐতিহ্য বহন করে এবং এটি পৌরসভার একটি সাংস্কৃতিক ভবন তাই একটি Specialized Nature এর ভবন নির্মাণ করার জন্য গুরুত্ব আরোপ করা হয়। সে ধারাবাহিকতায় স্বনামধন্য স্থপতির মাধ্যমে ভবনের সকল কর্মকান্ড সন্নিবেশন করে পরিবেশ বান্ধব সংস্কৃতিমনা ইকো ভবন নির্মাণের দায়িত্ব দেয়া হয়। নারায়ণগঞ্জের সংস্কৃতিসেবী ও সাংস্কৃতি আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব এবং সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের মতামত নিয়ে এই পাঠাগার ও মিলনায়তনের নকশা প্রণয়ন করা হয়েছে।  ৬(ছয়) তলা পর্যন্ত ভবন নির্মাণ এবং একষ্টিকসহ অন্যান্য কাজের জন্য সর্বসাকুল্যে মোট ব্যয় প্রায় ২৬ কোটি ৩২ লক্ষ টাকা । কাজটি ২৪/০৯/২০১৭ইং তারিখে সম্পন্ন হয়। ৬(ছয়) তলা বিশিষ্ট পাঠাগারটির লেভেল-১ হতে লেভেল-৪ পর্যন্ত আছে ২৮০ (দুইশত আশি) আসনবিশিষ্ট অডিটোরিয়াম এর সঙ্গে আছে সেমিনার কক্ষ, উন্মুক্ত বসার স্থান, উন্মুক্ত গ্যালারী ও আর্ট গ্যালারী। লেভেল-৫ হতে লেভেল-৬ এ আছে পাবলিক পাঠাগার, ছোটদের পাঠাগার, ষ্টুডিও থিয়েটার, আড্ডা দেয়ার জায়গাসহ খোলা আকাশ দেখার ব্যবস্থা। ছাদে আছে যে কোন অনুষ্ঠান আয়োজনের জন্য উন্মুক্ত স্থান। এছাড়াও নগরবাসীর সুস্থ বিনোদনের জন্য ভবনের আন্ডারগ্রাউন্ডে স্থাপিত হয়েছে নারায়ণগঞ্জের প্রথম ৩৫ আসনবিশিষ্ট মিনিপ্লেক্স ‘সিনেস্কোপ’।

 

 

 

 

পূরণকৃত নমুনা ফরমঃ