Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ মার্চ ২০২১

পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ


 

নারায়ণগঞ্জ বাংলাদেশের একটি অতি পুরাতন ঐতিহ্যবাহী বন্দর নগরী। নারায়ণগঞ্জ নগরীর গুরুত্ব বিবেচনায় ২০১১ সালে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ এবং কদমরসুল ৩(তিন) টি পৌরসভা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা “নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন” প্রতিষ্ঠা করেন। সিটি কর্পোরেশনের মোট আয়তন ৭২.৪৩ বর্গ কিলোমিটার এর মধ্যে সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল অঞ্চল দু’টির আয়তন প্রায় ৫৫ বর্গ কিলোমিটার। সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নগরের ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত  বন্দেগী ও ইসলামের প্রচার, প্রসার ও উন্নয়নে এবং ইসলামের ভ্রাতৃত্ব ও মূল্যবোধ সহ ইসলামের প্রকৃত মর্মবাণী প্রচার করার লক্ষ্যেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে আধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হচ্ছে।  আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত  এসব মসজিদে ওজু ও নামাজ আদায়ের সুবিধা, আধুনিক টয়লেট, শিশু শিক্ষা, মৃতদেহ গোসলের ব্যবস্থা, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ অন্যান্য সুবিধাদি রয়েছে। মসজিদ শুধু নামাজ আদায়ের জন্য নয়, ইসলাম ধর্মের সুমহান আদর্শ সমাজে ছড়িয়ে দিতে পারে। মানুষ যখন ইসলামের সঠিক জ্ঞান পাবে তখন কেউ আর মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদের সঙ্গে জড়িত হবে না। যৌতুক-নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে, মানুষ অন্যায় থেকে দূরে থাকবে। এক্ষেত্রে মসজিদগুলোর সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

(নির্মাণাধীন)

 

মসজিদের নাম

:

“পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ”

কদমরসুল কলেজের পার্শ্বে, ওয়ার্ড- ২৩।

আয়তন (প্রতি ফ্লোর)

:

৩৬০০ ব:ফু: (পুরুষ) + ১২০০ ব:ফু: (মহিলা)= ৪৮০০ বর্গফুট।

মোট আয়তন

:

১৮০০০ + ৩৬০০ = ২১৬০০ বর্গফুট

প্রকল্প ব্যয়

:

২৯৬৮২৯৭৫.৭০ + ৫৮৫৮২৩৯০.০০= ৮৮২৬৫৩৬৫.৭০

শুরুর তারিখ

:

১১ মার্চ, ২০১৯

কাজের অগ্রগতি

:

৮৫%

ঠিকাদারী প্রতিষ্ঠান

:

মেসার্স রীপা কন্সট্রাকশন

সুবিধাদি

:

  • প্রায় ১৬৫০ মুসল্লী একত্রে নামাজ আদায় করতে পারবে (৫তলা বিশিষ্ট)।
  • মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রয়েছে (৩তলা বিশিষ্ট)।
  • প্রায় ২৫০ জন মহিলা একত্রে নামাজ আদায় করতে পারবে।
  • আধুনিক ইসলামিক লাইব্রেরি (৫ম তলায়)।

পূরণকৃত নমুনা ফরমঃ