নগর এলাকায় পরিচ্ছন্ন কাজে নিয়োজিত সেবকগণ সিটি কর্পোরেশনের নিজস্ব ভূমিতে ৪টি স্থানে ৬০০টি পরিবারের প্রায় ২৭৬০ জন নিম্নবর্ণের হিন্দু (সেবক) বসবাস করে। এদের মধ্যে ৫৪০ জন সুইপার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচছন্ন কাজে নিয়োজিত। কিছু সেবক নগরীর অন্যান্য অফিস, আদালত ও ব্যক্তিগত ভবনে পরিচ্ছন্ন কাজে নিয়োজিত। সিটি কর্পোরেশনের তিনটি অঞ্চলেই নিম্নবর্ণের হিন্দু ধর্মাবলম্বী জনসাধারণ বাস করে, তাদেরকে স্থানীয়ভাবে সেবক বলা হয়। তাদের কোন নিজস্ব জমি এবং আবাসিক সুযোগ-সুবিধা নেই। প্রথমে তারা মিউনিসিপ্যালিটি, পাটকল ও অন্যান্য ব্যবসা কেন্দ্রে কাজ করত। বংশানুক্রমে তারা সুইপার ও পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করে আসছে। এ সম্প্রদায়ের সকলেই দরিদ্রসীমার নিচে বসবাস করে। সাধারণত তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে চায় না। এ অতি দরিদ্র লোকেরা নিয়মিত রাস্তা ও ড্রেন পরিষ্কার করে। কিন্তু নিজেরা বাসস্থান, শিক্ষা, স্যানিটেশন ও সুপেয় পানি হতে বঞ্চিত। এ পরিচ্ছন্ন কর্মীরা কঠোর পরিশ্রম করে নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখে কিন্তু তাদের নিজস্ব কোন আবাসন নেই। তাদের বাসস্থানের যথাযথ ড্রেনেজ ব্যবস্থা, স্যানিটারী লেট্রিন নেই। ফলশ্রু্তিতে তারা সারা বছরই নানাবিধ রোগে আক্রান্ত হয়। এছাড়া প্রতি বছর বর্ষাকালে তারা অবর্ণনীয় কষ্ট ভোগ করে। মানবিক দিক বিবেচনায তাদের বাসস্থান ও অন্যান্য মৌলিক সুবিধা প্রদান করা সিটি কর্পোরেশনের অন্যতম দায়িত্ব।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পরিচ্ছন্ন কর্মীদের উন্নত জীবনযাপনের জন্য বাসস্থান নিশ্চিত করতে ইতোমধ্যে অন্য সিটি কর্পোরেশনে পরিচ্ছন্ন কর্মী নিবাস নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছেন। তারই ধারাবাহিকতায় গত ১৩-০৯-২০১৭ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় “নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে পরিচ্ছন্ন কর্মী নিবাস নির্মাণ” প্রকল্পটি অনুমোদিত হয়। প্রকল্পটির বাস্তবায়নকাল ১লা জুলাই ২০১৭ হতে ৩০ জুন ২০২২ পর্যন্ত। এ প্রকল্পের মাধ্যমে ৫৪০টি পরিবারের জন্য প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ৭টি ১০তলা বিশিষ্ট ভবনে ৫৪৯টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে সেবকদের উন্নত জীবনযাপনের ব্যবস্থা, দারিদ্রতা দূরীকরণ, বাসস্থান, পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতসহ সেবকদের শিক্ষার হার, সাংস্কৃতিক ঐক্য বৃদ্ধি ও সমাজের মূল ধারায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। এই প্রকল্পের পাশাপাশি পরিচ্ছন্ন কর্মীদের জন্য উন্মুক্ত মাঠ, মন্দির, মসজিদ, বাজার ও স্কুলসহ অত্যন্ত আধুনিকভাবে বাসস্থান নির্মাণ করা হচ্ছে।
দীর্ঘ ১০০ বৎসরের ইতিহাসে এই প্রথম স্বাধীন বাংলার মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহে প্রকল্পটি বাস্তবায়ন হতে যাচ্ছে। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও নগরবাসীর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।
প্রকল্পের নাম |
: |
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মী নিবাস নির্মাণ |
বাস্তবায়নকারী সংস্থা |
: |
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন |
মূল বরাদ্ধ |
: |
১০০ কোটি টাকা (জিওবি-৮০% এবং এনসিসি- ২০%) সংশোধিত প্রস্তাব- ১৩৯ কোটি টাকা |
মোট ভবন সংখ্যা |
: |
৭টি (প্রতিটি ১০ তলা বিশিষ্ট) |
প্রতিটি ফ্ল্যাটের আয়তন |
: |
৫৬০ বর্গ ফুট |
পুনর্বাসিত পরিবার সংখ্যা |
: |
৫৪৯ টি |
মোট পরিচ্ছন্নকর্মী |
: |
৯৮১ জন |
প্রকল্প বাস্তবায়ন কাল |
: |
মূল ৩০ জুন, ২০২১ (সংশোধিত প্রস্তাব- ৩০ জুন ২০২২) |
বর্তমান অগ্রগতি |
: |
২৫% |
|
||
|
||
|
||
|
||
|
পূরণকৃত নমুনা ফরমঃ