সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ August ২০২৩
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে সিটি কর্পোরেশন এলাকার অভ্যন্তরে অবস্থিত প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের পদ্ধতিগত সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রকাশন তারিখ
: 2023-08-08
অদ্য ০৮ আগস্ট, ২০২৩ তারিখে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে সিটি কর্পোরেশন এলাকার অভ্যন্তরে অবস্থিত প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের পদ্ধতিগত সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আব্দুল আজিজ, নগর পরিকল্পনাবিদ মো: মঈনুল ইসলাম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মাইনুর রহিম, উপপরিচালক ( প্রত্নসম্পদ ও সংরক্ষণ) মো: আমিরুজ্জামান, আঞ্চলিক পরিচালক (ঢাকা ও ময়মনসিংহ) আফরোজা খান মিতা এবং নারায়নগঞ্জ জেলা প্রশাসনের প্রতিনিধি মো: আসাদুজ্জামান নূর ( সহকারী কমিশনার, নারায়নগঞ্জ)
সমঝোতা স্মারকে নিম্নোক্ত উদ্দেশ্যসমূহ সম্পাদনের লক্ষ্যে উভয় প্রতিষ্ঠান সম্মতি প্রদান করে।
১.নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার অভ্যন্তরে অবস্হিত সকল প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য যথাযথ সংরক্ষণের মাধ্যমে এর স্থায়িত্ব বৃদ্ধি, সুষ্ঠু ব্যাবস্থাপনা এবং দর্শক-পর্যটকদের জন্য সঠিকভাবে উপস্থাপন করার মাধ্যমে জাতীয় ঐতিহ্যকে সমুন্নত রাখা;
২. The Antiquities Act,1968 অনুযায়ী পুরাকীর্তিসমুহের যথাযথ সুরক্ষা ও সংরক্ষণ করা;
৩.ক্ষতিগ্রস্ত প্রত্নস্থানসমুহের পদ্ধিতগত সংস্কার- সংরক্ষণের ব্যাবস্থা গ্রহণ করা;
৪.পর্যটন উন্নয়ন ও ব্যাবস্থাপনা কাজের কারিগরি ও আর্থিক সহোযোগিতার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা;
৫.পুরাকীর্তির নিরাপত্তা নিশ্চিতকরণ ও যথাযথ তত্ত্বাবধান করা;
৬. সংরক্ষিত পুরাকীর্তির যথাযথ সংরক্ষণের নিমিত্তে ডকুমেন্টেশন করে পদ্ধতিগত সংস্কার - সংরক্ষণের ( Conservation) মাধ্যমে যথাসম্ভব পুর্বের অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে যৌথ প্রকল্প গ্রহণ করা;
৭. নারায়নগঞ্জ অঞ্চলের প্রত্নতত্ত্ব, প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্ববাসীর নিকট উপস্থাপনের জন্য ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অর্ন্তভুক্তির লক্ষে যৌথ উদ্যোগ গ্রহণ করা;
মাননীয় প্রশাসক
জনাব এ এইচ এম কামরুজ্জামান
প্রশাসক
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন
কেন্দ্রীয় ই-সেবা
সামাজিক যোগাযোগ
ইনোভেশন কর্নার
জরুরি হেল্পলাইন নম্বর