Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ সেপ্টেম্বর ২০১৮

শহরের হোটেল-রেস্তোরা পরিদর্শন ও খোলা খাবার বিক্রি বন্ধ করার অভিযান পরিচালনা এবং জরিমানা আদায় (১২.০৮.২০১৮)


প্রকাশন তারিখ : 2018-08-13

 

গত ১২ আগস্ট ২০১৮ইং তারিখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হতে নারায়ণগঞ্জ নগরীর বঙ্গবন্ধু সড়ক, নিতাইগঞ্জ এলাকার বিভিন্ন হোটেল-রেস্তোরা সরেজমিনে পরিদর্শন ও খোলা খাবার বিক্রি বন্ধ করার অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন সময় দেখা যায় অনেকেই ফুটপাত দখল করে (পূর্বে সতর্ক করা হয়েছিল) রেখেছেন, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণসহ খোলা খাবার বিক্রি করছেন। উল্লেখ অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ীদের নিকট হতে সর্বমোট ৬,৫০০/- (ছয় হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় করা হয় এবং অভিযুক্ত ব্যবসায়ীগণ ফুটপাত থেকে মালামাল সরিয়ে ফেলেছেন এবং অঙ্গীকার করেছেন ব্যবসায়িক কাজে পরবর্তীতে ফুটপাত দখল করবেন না।