Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ সেপ্টেম্বর ২০২২

নগর ভবনের সভাকক্ষে "পরিবেশ রক্ষার্থে রিসাইক্লিং উদ্যোক্তাদের উপার্জন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রকল্প অবহিতকরণ ও সমন্বয় সভা" অনুষ্ঠিত হয়।


প্রকাশন তারিখ : 2022-08-31

 

অদ্য ৩১ আগস্ট ২০২২ বুধবার সকাল ৯ ঘটিকায় নগর ভবনের সভাকক্ষে "পরিবেশ রক্ষার্থে রিসাইক্লিং উদ্যোক্তাদের উপার্জন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রকল্প অবহিতকরণ ও সমন্বয় সভা" অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম, পরিচ্ছন্ন কর্মকর্তা মোঃ আবুল হোসেন ও শ্যামল পাল। আরো উপস্থিত ছিলেন কর্ডএইড এর প্রোগ্রাম হেড মোঃ আবুল কালাম আজাদ ।
নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম তার বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরেন।
কর্ডএইড এর প্রোগ্রাম হেট মোঃ আবুল কালাম আজাদ প্রকল্পের কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। এ সময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস। তিনি তার বক্তব্যে প্রকল্পের টেকসই উন্নয়ন সম্পর্কে গুরুত্ব আরোপ করেন। সভায় আরো বক্তব্য রাখেন পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হোসেন ও শ্যামল পাল।
কর্ডএইড, কোকাকোলা ফাউন্ডেশন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।