গত ২৩ অক্টোবর ২০১৯ইং তারিখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হতে বঙ্গবন্ধু সড়কে অবস্থিত বিভিন্ন হোটেল/রেস্টুরেন্ট সরেজমিনে পরিদর্শন ও উচ্ছেদ অভিযানে খাবার ঘর, ফুড ফ্যান্টাসী, আনন্দ রেস্তোরা, পলান্ন ও গ্রান্ড হলের নিকট থেকে সর্বমোট ২১০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সাথে রান্না করা খাবার সংরক্ষণ, খাবারের সাথে সোডা ও রং মেশানো, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বাবুর্চিদের অপরিষ্কার পোষাক ও হাতের নখ বড় থাকা, রান্নাঘরের তেল-চর্বি ফেলে ড্রেনে পানির গতিপথ ব্লক করা ইত্যাদি কারণে উক্ত প্রতিষ্ঠানসমূহ হতে এই জরিমানা আদায় করা হয়। এছাড়াও রাস্তা নোংরা করা ও ড্রেন ব্লক করার কারণে এক ডাব বিক্রেতার নিকট থেকে ৫০০/- টাকা এবং খোলা সিঙ্গারা, পুরি বিক্রি করার জন্য একটি হোটেল থেকে ৫০০/- টাকা জরিমানা আদায় করা হয়। উল্লেখিত কর্মকান্ড যেন ভবিষ্যতে পরিলক্ষিত না হয় সে বিষয়ে সকলকে সাবধান করা হয়।