নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বাস্তবায়নাধীন Urban Infrastructure Improvement Preparatory Facility (UIIPF) শীর্ষক প্রকল্পের উন্নয়ন সহযোগী সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)’র Urban Development and Water Division (SAUW), SARD এর সম্মানিত ডিরেক্টর Mr Norio Saito সহ প্রতিনিধি দল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সাক্ষাৎ করেন।
প্রকাশন তারিখ
: 2022-09-07
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বাস্তবায়নাধীন Urban Infrastructure Improvement Preparatory Facility (UIIPF) শীর্ষক প্রকল্পের উন্নয়ন সহযোগী সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)’র Urban Development and Water Division (SAUW), SARD এর সম্মানিত ডিরেক্টর Mr Norio Saito সহ প্রতিনিধি দল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে নগর পরিকল্পনাবিদ জনাব মোঃ মঈনুল ইসলাম নারায়ণগঞ্জ নগরীর পরিচিতি এবং উন্নয়ন এর উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় ইতোপূর্বে এডিবি’র সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্প এবং আসন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।
এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শহিদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ আব্দুল আজিজ সহ নির্বাহী প্রকৌশলীবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।