২০১৭-১৮ অর্থ বছরের বিভাগ ভিত্তিক কাইজেন কার্যক্রমের পুরষ্কার প্রদান
প্রকাশন তারিখ
: 2018-07-19
সিটি গর্ভানেন্স প্রকল্প (সিজিপি) এর আওতায় ২০১৭-১৮ অর্থ বছরের বিভাগ ভিত্তিক কাইজেন কার্যক্রম মূল্যায়ণ করে সাধারন শাখা ও সমাজ কল্যাণ বিভাগকে যৌথভাবে পুরষ্কার প্রদান করেন মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।