Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়োজনে C4C-JICA প্রকল্পের সহযোগিতায় “পরিচ্ছন্ন নগর গড়তে ছাত্র সমাজের ভূমিকা” শীর্ষক রচনা প্রতিযোগিতা


প্রকাশন তারিখ : 2018-09-26

 

 

 

“পরিচ্ছন্ন নগর গড়তে ছাত্র সমাজের ভূমিকা”

 

 

পরিচ্ছন্ন নগরী গড়তে এক অভিনব এবং চম‌কপ্রদ রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত নাগরিকদের মধ্যে নগরের পরিস্কার-পরিচ্ছন্নতা তথা বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, C4C-JICA প্রকল্পের সহায়তায় শহরের তিনটি স্বনামধন্য স্কুল যেমন আই. ই. টি সরকারি উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ এর নবম এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করে। উদ্দেশ্য হচ্ছে পরিচ্ছন্ন নগরী উপহার দিতে শিক্ষার্থীদের মধ্যে পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং একইসাথে শিক্ষার্থীদের মাধ্যমে তাদের পরিবার, প্রতিবেশী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সহ সমাজের সকল স্তরের নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা । এবিষয়ে গত ২০ সেপ্টেম্বর ২০১৮ রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে আই. ই. টি সরকারি উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ । এ বিদ্যালয় থেকে ৯ম ও ১০ম শ্রেণীর মোট ৪৩ জন ছাত্র অংশগ্রহণ করে এবং গতকাল ২৪ সেপ্টেম্বর ২০১৮ এরকম একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় । উক্ত রচনা প্রতিযোগিতায় মোট ৭৩ জন ছাত্রী অংশগ্রহণ করে। রচনা প্রতিযোগিতায় অংশ নেয়ার পর রচনা প্রতিযোগিতার বিষয়ে তারা তাদের চম‌ৎকার অনুভূতিও প্রকাশ করে ।  ছাত্র ছাত্রীরা সকলেই বলছে, তারা অনেক বিষয়েই লিখছে কিংবা শিখছে কিন্তু “পরিচ্ছন্ন নগর গড়তেছাত্র সমাজের ভূমিকা”এটি তাদের জন্য ছিল একটি নতুন সামাজিক বিষয়  যে বিষয়ে তারা লিখতে গিয়ে তাদেরকে জানতে হয়েছে বিশ্বের উন্নত দেশের বড় বড় সিটি’র বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি বিশেষ করে জাপানের টোকিও সিটি, হিরোসিমা সিটি সহ আরো অন্যান্য সিটি এবং সেসব দেশের নাগরিক সমাজ তথা ছাত্রসমাজ কিভাবে তাদের  সুন্দর এবং পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে সরকারকে তথা সিটি কর্পোরেশনকে সহযোগিতা করে আসছে এবং নাগরিক দায়িত্ব পালন করছে।  তাই তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে তাদের অত্যন্ত প্রিয় নগরী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে তেমনি একটি আদর্শ, পরিচ্ছন্ন এবং সুন্দরতম নগরী হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। তারা আশা প্রকাশ করে যে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শুধু একটি বা তিনটি বিদ্যালয়ে নয়, এধরণের প্রতিযোগিতা যেন নারায়ণগঞ্জের সকল স্কুল এবং কলেজে আয়োজনকরা হয় সেই আহবান জানায়  সিটি কর্পোরেশনের কাছে এবং আন্তরিক ধন্যবাদ জানায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তথা কারিগরী সহায়তা প্রদানকারী সংস্থা জাইকা বাংলাদেশের অফিস টিমকে এধরণের একটি চম‍‍‌ৎকার আয়োজনে তাদের অংশগ্রহণের সুযোগ করে দেয়ার জন্য ।