Wellcome to National Portal
  • 2021-09-02-06-50-29a3ec0ee21de231376cdfec97fc39d1
  • 2021-09-02-06-51-0ff3bbecda4b3d30b6ff812a5b07bcf3
  • 2021-09-02-06-50-4e8bc0b14553d83d3639dbf2c7689b68
  • 2021-09-02-06-50-085a18e25eaa3bb78b2651ab9247bde3
  • 2021-09-02-06-51-6f313c7f9dbd46102923189e5b47aadb
  • 2021-09-02-06-54-94faa056e993a411723e453f4db38b06
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জুন ২০১৮

সরেজমিনে পরিদর্শনপূর্বক ফুটপাতে ময়লা আবর্জনা ফেলা, তেলের গাদ দিয়ে ড্রেন ভরাট, খোলা খাবার এবং অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের কারণে জরিমানা আদায় (২৯.০৫.২০১৮)


প্রকাশন তারিখ : 2018-05-30

 

 

গত ২৯ মে ২০১৮ইং তারিখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হতে নারায়ণগঞ্জ নগরীর বিভিন্ন হোটেল-রেস্তোরা সরেজমিনে পরিদর্শন ও খোলা খাবার বিক্রি বন্ধ করার অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন সময় দেখা যায় কেউ কেউ ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করছেন, কেউ ফুটপাত দখল করে (পূর্বে সতর্ক করা হয়েছিল) রেখেছেন, ফুটপাতে ময়লা-আবর্জনা ফেলছেন, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণসহ খোলা খাবার বিক্রি করছেন। উল্লেখ অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ীদের নিকট হতে সর্বমোট ৬,৫০০/- (ছয় হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় করা হয়।

 

মাননীয় মেয়রের বিশেষ নির্দেশ অনুযায়ী বঙ্গবন্ধু সড়কের ডিআইটি মার্কেটের উভয় পার্শ্বের দোকানদারদের রাস্তায় ও ড্রেনে কাগজ ও পলিথিন না ফেলার জন্য সতর্ক করা করা হয়।

 

 

IMG20180529124108           IMG20180529124127

 

 

IMG20180529133548           IMG20180529133719

 

 

IMG20180529134350           IMG20180529134652

 

 

IMG20180529140032           IMG20180529140058