জরুরী বিজ্ঞপ্তি
এতদ্বারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত সব ধরণের হোটেল রেঁস্তোরার মালিকসহ অন্যান্য খাদ্য প্রস্তুতকারকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জিলাপী, পিয়াজু, চপ, বেগুনী, বুরিন্দা ও ফুলুরীসহ যে কোন খাদ্য দ্রব্যের সাথে রং বা কোন রাসায়নিক দ্রব্য মিশ্রন করা বা ভেজাল দেওয়া বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২(২৯) ধারা, (২৩) ধারা, (৩৩) ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২, ৫২ ও ৫৩ ধারায় দন্ডনীয় অপরাধ। এ ধরনের অপতৎপরতা থেকে বিরত থাকার জন্য সম্মানিত ব্যবসায়ীগণকে অনুরোধ করা যাচ্ছে। এছাড়া খাদ্য দ্রব্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রয়ের স্থান পরিস্কার-পরিচ্ছন্ন তথা স্বাস্থ্যসম্মত রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।