আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে বাংলাদেশি চলচ্চিত্র উৎসব এর শুভ উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী’র উপস্থিতিতে এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এ.এফ.এম এহতেশামূল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব ভবানী শংকর রায়, প্রযোজনা প্রতিষ্ঠান সিনোমাকারের কর্ণধার নূরুজ্জামান। নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং সিনেমাকার এর যৌথ উদ্যোগে নির্মিত আধুনিক সিনেমা থিয়েটার সিনেস্কোপ নারায়ণগঞ্জে সপ্তাহব্যাপী এ উৎসব চলবে। শেষে আমন্ত্রিত অতিথিরা উপভোগ করেন উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র ‘সূর্য দীঘল বাড়ী’।