নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত ‘‘প্রাতিষ্ঠানিক ও আর্থিক সক্ষমতা মূল্যায়ন সংক্রান্ত তথ্য প্রদান এবং কর্মশালা’’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, পিপিআরসি এর নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, ইউএনডিপি’র প্রজেক্ট এলআইইউসিপি এর টাউন ম্যানেজার, সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিরা আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও নগর মিলনায়তন, শেখ রাসেল নগর পার্ক এবং বাবুরাইল খালের সৌন্দর্য্য বর্ধন কাজ পরিদর্শন করেন।