২৭ অক্টোবর বেলা ১১টায় বন্দর চিতাশালে ৪৮নং একরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পুনঃ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নাসিক সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকন, বন্দর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট শাহ আলী খান পিন্টু, নাসিক প্রকৌশলী হাসানুজ্জামান হাসান, নাসিক পরিচ্ছন্ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সাবেক ফুটবলার সুলতান খান, সমাজসেবক নাসির প্রধান, ইস্পাহানী বড় জামে মসজিদের কমিটির সভাপতি নুরুল ইসলাম টেলু, সাধারণ সম্পাদক জসিম প্রধান, সাংবাদিক নাসির উদ্দিন ও গোলাম সারোয়ার বাদল প্রমুখ। ৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে চার তলা ভবন নির্মাণ করবে মেসার্স আসিফ এন্ড ব্রাদার্স।