নারায়ণগঞ্জের জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে প্রমিলা ফুটবল একাডেমীর আয়োজনে ওমেন ওয়ান-ডে ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জাতীয় ফুটবলার এস এম সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার বি এ জুবায়ের নিপু, সাবেক জাতীয় মহিলা ফুটবলার ডালিয়া আক্তার, সাবেক জাতীয় ফুটবলার শহিদ হোসেন স্বপন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমীর সভাপতি মো. আজমত উল্লাহ খন্দকার, সাধারণ সম্পাদক আজমুল হোসেন বিদ্যুৎ।