নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ০২ দিন ব্যাপী (২৭-২৮ মার্চ ২০২১) উত্তরণ মেলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর পক্ষ হতে একটি স্টল স্থাপন করা হয়। এ স্টলের মাধ্যমে নগরবাসীকে নাগরিক সেবা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, বাজেট, সিটিজেন চার্টারসহ বিভিন্ন বিষয়ে নগরবাসীকে অবহিত করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জনাব মোস্তাইন বিল্লাহ এবং পুলিশ সুপার, জনাব জায়েদুল আলম (পিপিএম বার) মহোদয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর স্টলটি পরিদর্শন করেন। এ সময়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মো: মঈনুল ইসলাম, নারায়ণগঞ্জ নগরীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকাশনার একসেট জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের হাতে তুলে দেন। এ মেলায় নারায়ণগঞ্জ জেলার সরকারী ৩৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।