নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটের (আর্ট কলেজ) আধুনিক বহুতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ভবনটি নির্মাণ কাজে সর্বমোট ব্যয় হবে ৮ কোটি ৪০ লক্ষ টাকা।
উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটের গভর্নিং বডির সভাপতি আহসানুল কবির চৌধুরী, উপস্থিত ছিলেন ফ্রান্স সরকার কর্তৃক নাইট উপাধি প্রাপ্ত শিল্পী শাহাবুদ্দিন আহমদ, শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছেলে প্রকৌশলী ময়নুল আবেদীন, চারুকলা সংসদের সভাপতি শিল্পী জামাল আহমেদ, জাতীয় পুরষ্কার প্রাপ্ত শিল্পী সামসুদ্দোহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংকন ও চিত্রায়ন বিভাগের বিভাগীয় প্রধান শিল্পী শিশির ভট্টাচার্য, নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ সামছুল আলম, প্রতিষ্ঠাতা সদস্য মনোয়ার হোসেন, দাতা সদস্য রফিউর রাব্বি প্রমুখ।