Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ অক্টোবর ২০২৩

বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিদর্শন করে।


প্রকাশন তারিখ : 2023-10-12
 
বিশ্ব ব্যাংকের প্রতিনিধিবৃন্দ মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতে যথাযথ প্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নারায়ণগঞ্জ নগরীকে একটি আধুনিক পরিবেশবান্ধব সবুজ নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রতিনিধিবৃন্দ জালকুড়িস্থ কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্ধারিত স্থানসহ বাবুরাইল খাল ও জল্লারপাড় লেক পরিদর্শন করেন।
প্রতিনিধি দলে ছিলেন Messr. Ishita Alam Abonee (Urban Development Specialist), Mr. Thierry Michel Rene Martin (Senior Urban Development Specialist) and Ahmed Bin Parvez (Consultant)
পরিদর্শনের পাশাপাশি প্রতিনিধিবৃন্দ নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক একটি সভায় অংশগ্রহণ করেন। সেখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী মোঃ আজগর হোসেন, নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম এবং পরিচ্ছন্ন কর্মকর্তা মোঃ আবুল হোসেন উপস্থিত ছিলেন।