০৯/১০/২০১৭ তারিখ সোমবার সকাল ১১:০০ ঘটিকায় বিদ্যালয় মিলনাায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের গভনিং বডির সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জনাব এ,এফ,এম,এহতেশামূল হক প্রধান নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সভায় তথ্য উপস্থাপনায় ছিলেন ডা. শেখ মোস্তফা আলী, মেডিকেল অফিসার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। অনুষ্ঠানটিতে উক্ত বিদ্যালয়ে সকল ছাত্রীরা স্বত:স্ফুর্তভাবে অংশ গ্রহন করে। আলোচনায় ছাত্রীদের মনোসংযোগ বৃদ্ধি সহ অনুষ্ঠানকে সফল করতে সম্মানিত প্রধান অতিথি ছাত্রীদের মধ্য থেকে ‘‘সেরা তিনজন অংশগ্রহন কারীকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের পক্ষ থেকে পুরুষ্কৃত করা হবে” মর্মে ঘোষনা দেন। ঘোষনা অনুযায়ী মনোনীত ছাত্রীরা হলোঃ
১। হালিমা আক্তার- ৭ম শ্রেনী, শাখাঃ ক, রোল-নংঃ ০১
২। অনামিকা চৌহান- ৯ম শ্রেনী, শাখাঃ ক, রোল-নংঃ ৬১
৩। নুসাইবা- ৯ম শ্রেনী, শাখাঃ ক, রোল-নংঃ ০১
ছবি দেখতে নিচে ক্লিক করুন
চিকুনগুনিয়া ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা অনুষ্ঠান (০৯.১০.১৭)