ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পানি সরবরাহ ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের লক্ষ্যে ৫ এপ্রিল, ২০২২ তারিখে ১০টি গভীর নলকূপে সেন্ট্রাল SCADA সিস্টেম স্থাপনের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
বাংলাদেশের সিটি কর্পোরেশন সমূহের মধ্যে এই প্রথম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তাদের আওতাভুক্ত এলাকার পানি সরবরাহ ব্যবস্থাপনায় ডিজিটাল অটোমেশন ব্যবস্থা প্রবর্তন করলো। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অন্যতম লক্ষ্য ইন্ডাস্ট্রি ৪.০ বাস্তবায়নের মাধ্যমে সেবা প্রদান প্রক্রিয়া সহজ, নিরাপদ এবং স্বচ্ছ করা। সে লক্ষ্য অর্জনের জন্য মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সেন্ট্রাল SCADA সিস্টেম স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।
পানি সরবরাহ পাম্পে সেন্ট্রাল SCADA স্থাপনের ফলে পাম্প হাউজের কার্যাবলিতে স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা স্থাপন সম্ভব হবে। আইওটি প্রযুক্তি (GSM/VPN) ব্যবহারের মাধ্যমে সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিভিন্ন এলাকায় অবস্থিত পাম্পগুলো পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ হতে গ্রাহক পর্যায়ে পানির চাহিদা পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পানির পাম্পের গতি নিয়ন্ত্রণ করা যাবে। পানি উত্তোলন পাম্প সংক্রান্ত বিভিন্ন ডেটা সিটি কর্পোরেশনের সকল পাম্প হাউজ থেকে স্বয়ংক্রিয় ভাবে সংগ্রহ করে তা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ড্যাশবোর্ডে দেখা যাবে। GIS প্রযুক্তি ব্যবহার করে মানচিত্রে পাম্পের অবস্থান এবং রিয়েলটাইম অবস্থা দেখা যাবে।
পাম্প পরিচালনের এসব তথ্য সিটি কর্পোরেশনকে বিভিন্ন সময়ে সেবা প্রদানে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সরাসরি পাম্পের পরিচালন সহজ করার পাশাপাশি এই অটোমেশন সিস্টেম নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন কর্মকর্তাদের বিভিন্ন পারফর্মেন্স রিপোর্ট প্রদান করবে। এসব রিপোর্ট সিটি কর্পোরেশনের নীতি-নির্ধারকদের দীর্ঘমেয়দী বিভিন্ন কৌশল প্রণয়নে সহায়ক হবে।
সেন্ট্রাল SCADA সিস্টেম এর উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মেয়রের সরব উপস্থিতির পাশাপাশি আরো উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আজগর হোসেন, জনাব নির্বাহী প্রকৌশলী (পানি সরবরাহ বিভাগ) এস এম মাসুদ পারভেজ এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।