Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ সেপ্টেম্বর ২০১৮

জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ - ১৭) - ২০১৮ এ রূপগঞ্জ উপজেলা ফুটবল দলকে ট্রাইবেকারে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে শিরোপা অর্জন করলো নারারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন


প্রকাশন তারিখ : 2018-09-19

 

 

 

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)-২০১৮ এ চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ফুটবল দল। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের রূপগঞ্জ উপজেলা ফুটবল দলকে ট্রাইবেকারে ৫-৩ গোলে হারিয়ে তারা বিজয়ী হয়।

বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ইসদাইর ওসমানী সিটি স্টেডিয়ামে ফাইনালে দুই দলের খেলায় উপস্থিত দর্শকদের মধ্যে টান টান উত্তেজনা ছিল। খেলা প্রায় ৪০ মিনিট ১-১ গোলে ড্র হয়। পরে অতিরিক্ত ৫ মিনিট করে ১০মিনিট খেলায় ও ড্র থাকে দুই দল। এরপর ট্রাইব্রেকারে ৪-২ গোলে রূপগঞ্জ উপজেলা প্রশাসন ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ফুটবল দল।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রাব্বী মিয়া। তিনি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন এবং অভিনন্দন জানান। এসময় জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, শ্বাসরুদ্ধকর খেলাটি উপভোগ করতে পেরে ভালো লাগছে। ফাইনালে দুই দলই ভালো খেলেছে।