পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা এর প্রাতিষ্ঠানিক এবং আইনি কাঠামো (সিটি কর্পোরেশন) বিষয়ে অবহিতকরণ কর্মশালা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট অধিশাখা (পিএসবি), নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, আইটিএন-বুয়েট এবং ইউনিসেপ এর যৌথ আয়োজনে উক্ত কর্মশালায় সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ এবং বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।