নারায়ণগঞ্জ নগরীর যানজট নিরসন, ট্রাফিক ও পরিবহন ব্যবস্থাপনা এবং পরিবহন অবকাঠামো, গণপরিবহন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ নগরীর জন্য একটি সমন্বিত পরিবহন মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মাননীয় মেয়র মহোদয়ের সভাপতিত্বে নগর ভবনে একটি সভা অনুষ্ঠিত হয়।
প্রকাশন তারিখ
: 2022-09-08
নারায়ণগঞ্জ নগরীর যানজট নিরসন, ট্রাফিক ও পরিবহন ব্যবস্থাপনা এবং পরিবহন অবকাঠামো, গণপরিবহন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ নগরীর জন্য একটি সমন্বিত পরিবহন মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মাননীয় মেয়র মহোদয়ের সভাপতিত্বে নগর ভবনে একটি সভা অনুষ্ঠিত হয়। ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ কর্তৃক ২০ বছর মেয়াদি পরিবহন মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে। এ বিষয়ে প্রকল্প পরিচালক মো: মিজানুর রহমান একটি রূপরেখা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন-ডিটিসিএর নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, অতিরিক্ত নির্বাহী পরিচালক, মোঃ রবিউল আলম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর পক্ষে উপস্থিত ছিলেন-মোঃ আব্দুল আজিজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, মোঃ আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী, মোঃ ইসমাইল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী, মোঃ মঈনুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ। সভায় মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ নগরীর সুষ্ঠু পরিবহন ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে নৌপথ কার্যকরের গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি পরিবহন মহাপরিকল্পনা যথাসময়ে প্রণয়ন ও বাস্তবায়নের তাগিদ প্রদান করেন।