অদ্য বঙ্গবন্ধু রোডস্থ নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুলে ইউএসএআইডি’র অর্থায়নে কমিউনিটি হেলথ স্ট্রেন্দেনিং প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) ও ব্র্যাক এর সমন্বয়ে পরিচালিত করোনা টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সম্মানিত রাষ্ট্রদূত পিটার ডি হাস। তিনি নারায়ণগঞ্জের শিশুদের অতি আগ্রহের সঙ্গে টিকা নিতে দেখে খুবই আনন্দ প্রকাশ করেন।
স্কুলে উপস্থিত হওয়ার পর সম্মানিত রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। শিশু টিকা দেয়া প্রসঙ্গে মাননীয় মেয়র বলেন, এখনো ভাসমান জনগোষ্ঠী সহ যারা টিকা নেননি তাদের খুঁজে বের করে টিকা দেওয়া হবে। এভাবে শতভাগ টিকা দেওয়া সম্পন্ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মঞ্জুুরুল হাফিজ, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ, ডা. এ এফ এম মুশিউর রহমান, সিভিল সার্জন, নারায়ণগঞ্জ, জনাব গোলাম মোস্তফা রাসেল, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ, ডা. শেখ মোস্তফা আলী, মেডিকেল অফিসার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, যুক্তরাষ্ট্র দূতাবাস, ইউএসএআইডি, জেলা প্রশাসন ও ব্র্যাকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।