স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০১৮ উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হতে চাষাড়াস্থ স্বাধীনতা চত্তরে পুষ্পস্তবক অর্পন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম এহতেশামূল হক। সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়স্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়া নগর ভবন প্রাঙ্গনে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন, বঙ্গবন্ধুর উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাননীয় মেয়র মহোদয় বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করেন। সকল প্রতিযোগীকে শুভেচ্ছা পুরষ্কার হিসাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত মগ বিতরন করা হয়। এছাড়াও সিটি কর্পোরেশন পরিচালনাধীন ৪টি হাসপাতালে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়। এছাড়া উক্ত দিবস উপলক্ষে সন্ধ্যায় নগর ভবন সম্মুখে বঙ্গবন্ধুর জীবনলেখা প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।
ছবি দেখতে নিচে ক্লিক করুন