গত ৩-৫ নভেম্বর ২০১৯ইং তারিখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হতে জালকুড়ি, সাইনবোর্ড, চিটাগাং রোড ও নারায়ণগঞ্জস্থ বিভিন্ন হোটেল/রেস্টুরেন্ট/মিষ্টির দোকানে সরেজমিনে পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোজন বিলাশ রেস্তোরা, নিউ মিঠাই, খাজা সুইটমিট, রিপা সুইটমিট, লক্ষী নারায়ণ সুইটমিটকে সর্বমোট ৬৫০০/- টাকা জরিমানা আদায় করা হয়। লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা, একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সাথে রান্না করা খাবার সংরক্ষণ, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বাঁশি গ্রীল, বটি কাবাব ইত্যাদি কারণে উক্ত প্রতিষ্ঠানসমূহ হতে এই জরিমানা আদায় করা হয়। এছাড়া বিনা অনুমতিতে সিটি কর্পোরেশনের গাছ কর্তন, সিটি কর্পোরেশনের স্লাপ ঢেকে ফেলার কারণে Country Boy কে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।