গত ১০ ও ১২ সেপ্টেম্বর ২০১৮ইং তারিখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হতে নারায়ণগঞ্জ নগরীর সিদ্ধিরগঞ্জে অবস্থিত বিভিন্ন হোটেল-রেস্তোরা-মিষ্টির দোকান সরেজমিনে পরিদর্শন ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন সময় দেখা যায় অনেকেই লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করছেন, ফুটপাত দখল করে রেখেছেন, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অপরিচ্ছন্ন লোক দ্বারা পরিবেশন করছেন। এ সময় হোটেল-রেস্তোরায় কর্মরত কর্মচারীদের স্বাস্থ্য শিক্ষা প্রদানসহ পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে জোড় তাগিদ দেয়া হয়। এছাড়া, খাদ্যে ভেজাল, কৃত্রিম রং ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশ্রন ইত্যাদি বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। নবায়নবিহীন লাইসেন্স, যথাযথ পরিস্কার-পরিচ্ছন্ন না থাকা ও খাবার সংরক্ষণ প্রক্রিয়া এবং কর্মপরিবেশ স্বাস্থ্যকর না হওয়ায় ব্যবসায়ীদের নিকট হতে সর্বমোট ১৭,০০০/- (সতের হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।