১১.১১.২০১৭ ইং তারিখে জিমখানা আলাউদ্দিন খান খেলার মাঠে Urban Thinkers Campus (UTC-2017) অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের মোট ৫০জন স্থাপত্য প্রকৌশলী ও পরিকল্পনাবিদসহ নারায়ণগঞ্জ নগরীর বিভিন্ন পর্যায়ের নাগরিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন। Urban Lab এ চলমান বাবুরাইল খাল পুন: খনন ও সৌন্দর্য্যবধন প্রকল্পটি নিয়ে পর্যালোচনা করা হয় এবং সুপারিশমালা প্রণয়ন করা হয়।
ছবি দেখতে নিচে ক্লিক করুন