গত ১১ নভেম্বর ২০১৯ইং তারিখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হতে সিদ্ধিরগঞ্জের সানাড়পাড়, নয়াআটি এলাকার FOODCY THAI AND CHAINSE লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা, দূরগন্ধময় ফ্রিজে কাচা মাংসের সাথে রান্না করা খাবার সংরক্ষণের কারণে ২০০০ টাকা, নোংরা রান্নাঘর ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির কারণে আল মদিনা হোটেল কে ১০০০ টাকা এবং বন্ধন ডায়াগনস্টিক ও ফিজিও থেরাপি সেন্টারকে একটি ট্রেড লাইসেন্স দিয়ে দুইটি প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনার জন্য ৪০০০ টাকা জরিমানা করা হয়।