Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০২২

নারায়ণগঞ্জ নগরীর দিগু বাবু কাঁচা বাজারের দোকানদার, কর্মচারী, ক্রেতা ও পথচারীদের স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার আধুনিক টয়লেট-সুবিধা দেওয়ার লক্ষ্যে গণশৌচাগার নির্মিত।


প্রকাশন তারিখ : 2022-11-15
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্ব ও সার্বিক সহযোগিতায়, ভূমিজ এর এর কারিগরী সহায়তায়, অ্যাকুয়া ফর অল ও ওয়াটার এইড বাংলাদেশ এর অর্থায়নে নারায়ণগঞ্জ নগরীর দিগু বাবু কাঁচা বাজারের দোকানদার, কর্মচারী, ক্রেতা ও পথচারীদের স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার আধুনিক টয়লেট-সুবিধা দেওয়ার লক্ষ্যে একটি গণশৌচাগার নির্মিত হয়েছে। ১৫ই নভেম্বর, ২০২২ তারিখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম গণশৌচাগারটি উদ্বোধন করেন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর জনাব অসিত বরণ বিশ্বাস এবং ভূমিজ এর প্রতিষ্ঠাতা ফারহানা রশীদ এবং সহ-প্রতিষ্ঠাতা মাসুদুল ইসলাম।
গণশৌচাগারটি ব্যবহারকারী অনুযায়ী সর্বজনীন ও পুরুষ এই দুইটি ভাগে বিভক্ত। পুরুষ ব্যবহারকারীদের জন্য পুরুষ টয়লেট সেকশনে একটি কমোড ও দুইটি লো প্যান টয়লেট চেম্বার, দুইটি ইউরিনাল, দুইটি গোসল করার জায়গা এবং দুইটি হাত ধোয়ার বেসিন রয়েছে। সর্বজনীন টয়লেট সেকশনে নারী ও শিশু এবং প্রতিবন্ধীদের জন্য ব্যবহার উপযোগী বেসিনসহ টয়লেট চেম্বার আছে।
গণশৌচাগারটিতে নিরাপদ খাবার পানি খাওয়ার ব্যবস্থা ও শিশুদের ডায়াপার বদলের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও এখানে কাপড় ধোয়ার সুব্যবস্থা আছে। সপ্তাহের প্রতিদিন সকাল থেকে ৬ রাত থেকে রাত ১০টা পর্যন্ত টয়লেট টি চালু থাকবে। প্রশিক্ষিত দক্ষ পরিচালনা কর্মীর মাধ্যমে ভূমিজ টয়লেটটির সার্বিক পরিচালনার দায়িত্বে থাকবে।
আধুনিক সুবিধাসম্পন্ন নারীবান্ধব ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট স্থাপন ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে সর্ব সাধারণের প্রবেশগম্যতা নিশ্চিত করে নাগরিক সুবিধা প্রদান এবং পরিবেশ ও স্বাস্থ্যের ঝুঁকি রোধ করা সম্ভব হবে। এই টয়লেটটি নির্মাণে খরচ হয়েছে ২২ লাখ টাকা।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম গণশৌচাগারটি উদ্বোধনের সময় বলেন, ‘এই গণশৌচাগার নগরীর জনস্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গণশৌচাগার নির্মাণকারী প্রতিষ্ঠান ভূমিজ এর প্রতিষ্ঠাতা ফারহানা রশীদ বলেন, ‘দিগু বাবু বাজারের সাধারণ ক্রেতা-বিক্রেতাদের সেবা দেয়ার জন্য নির্মিত এই নতুন পাবলিক টয়লেটটি স্থাপন করতে পেরে আমরা আনন্দিত। আরো সহযোগীতা পেলে আমরা আমাদের কাজকে আরো বহদূর এগিয়ে নিতে পারবো।’