নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (ক) ১৯নং ওয়ার্ডে মদনগঞ্জ এলাকায় ৫.৫২ কোটি টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট কমিউনিটি সেন্টার নির্মাণ; (খ) প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে শান্তিনগর মসজিদ হতে আশ্রয়ন প্রকল্প পর্যন্ত সকল শাখা রাস্তা নির্মাণ, মদনগঞ্জ খাল ও কবরস্থান সংস্কারসহ সৌন্দর্য্যবর্ধন (গ) প্রায় ৬৩ লাখ টাকা ব্যয়ে লঞ্চঘাট মোড়ের রাস্তা প্রশস্তকরণ ও ঘাটলা নির্মাণ কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এছাড়া উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জনাব আফসানা আফরোজ বিভা, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর জনাব ফয়সাল মোঃ সাগর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শিউলি নওশাদ, ওয়ার্ড নং- ১৯, ২০, ২১ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।