Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ August ২০২৩

নগর উন্নয়ন সমন্বয় কমিটি (CDCC) এর সভা অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2023-08-17

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সভাকক্ষে নগর উন্নয়ন সমন্বয় কমিটি (CDCC) এর সভা অনুষ্ঠিত হয়। সভায় দপ্তরভিত্তিক কার্যক্রম সমন্বয়, ডেঙ্গু প্রতিরোধ এবং নারায়ণগঞ্জ নগরীতে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
সভায় উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ, কমান্ডিং অফিসার, RAB-১১, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সকলের মাঝে ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টশন তুলে ধরেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী।
সভায় ডেঙ্গু প্রতিরোধে সকল প্রতিষ্ঠানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি নগরবাসীকে সচেতন করে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। মাননীয় মেয়র এ সকল কার্যক্রমে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।