Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জুলাই ২০২১

মায়ের মৃত্যুতে শোক ও সমবেদনার জন্য প্রধানমন্ত্রী সহ নগরবাসী এবং অন্যান্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী


প্রকাশন তারিখ : 2021-07-29

 

কৃতজ্ঞতা জ্ঞাপন

 

গত ২৫ জুলাই ২০২১ আমার মমতাময়ী মায়ের মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমবেদনা ও শোক প্রকাশ করায় আমার ও আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি । ১৯৮৪ সালের ২৫ ফেব্রুয়ারী প্রয়াত পৌরপিতা আলী আহাম্মদ চুনকা’র ইন্তেকালে বর্তমান প্রধানমন্ত্রী আমাদের বাড়ীতে এসে আমার মা ও আমাদের পরিবারকে সান্ত্বনা প্রদান করেন। সেই স্মৃতি আজও আমাদের কাছে চিরস্মরণীয়। তিনি আমাদের পরিবারের অভিভাবক হিসেবে সর্বসময় মাতৃস্নেহে আমাদেরকে আগলে রেখেছেন। তাঁর প্রতি আমরা চিরকৃতজ্ঞ ও ঋণী।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রীবর্গ, জাতীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসে বসবাসকারী শুভাকাঙ্খী ও আত্মীয়-স্বজন আমাদের শোকার্ত পরিবারকে সহমর্মিতা ও শোক জানিয়েছেন। এজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

 

কোভিড-১৯ মহামারী উপেক্ষা করে আমার প্রিয় নগরবাসীসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে সমব্যাথী হয়ে আমাদের পরিবারের পাশে এসে দাড়িয়েছেন। আপনাদের এই ‍ভালোবাসার ঋণ আমাদেরকে জনসেবার জন্য আরও বেশি দায়বদ্ধ করেছে।

 

আমার মায়ের জন্য দোয়া চেয়ে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি । কথা দিচ্ছি আজীবন মানুষের সেবায় নিয়োজিত থাকব।

 

 

ডা. সেলিনা হায়াৎ আইভী

মেয়র

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

পরিবারবর্গ