Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ August ২০১৯

পদ্ম সিটি প্লাজা-৫ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি।


প্রকাশন তারিখ : 2019-08-27

 

 

পদ্ম সিটি প্লাজা-৫ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি। এছাড়া উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জনাব আফসানা আফরোজ বিভা, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব অসিত বরণ বিশ্বাস, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জনাব শারমিন হাবিব বিন্নি, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আজগর হোসেন ও সংশ্লিষ্ট কাজের ঠিকাদার জনাব মোঃ জাকির হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এক নজরে পদ্ম সিটি প্লাজা-৫

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মহিমগাংগুলী সড়কের পাশে নিজস্ব ভূমিতে কার পার্কিং সুবিধা সম্বলিত সেমি বেইজমেন্ট + ৭ (সাত) তলা বিশিষ্ট বাণিজ্যিক কাম কার পার্কিং ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে।

ভবনের বিস্তারিত বিবরণ:
১. প্রকল্প ব্যয়- ২৯,৭২,৮৫,৭১১.০০ টাকা (৩য় তলা পর্যন্ত)।
২. অর্থের উৎস- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশণের নিজস্ব তহবিল।
৩. ভূমির পরিমাণ- ৯০ শতক।
৪. সেমি বেইজমেন্ট ফ্লোর- ২০৮২২ বর্গফুট (কাঁচা বাজার ও দোকান)।
৫. নীচ তলা ও ২য় তলা- প্রতি ফ্লোর ২০৮২২ বর্গফুট (দোকান)।
৬. ৩য় তলা- ৯৪০০ বর্গ ফুট বিশিষ্ট কমিউনিটি সেন্টার, ১১৪২২ বর্গ ফুটে দোকান।
৭. ৪র্থ তলা হতে ৭ম তলা ও ছাদ- কার পার্কিং।

সর্বমোট দোকান সংখ্যা- ২৭৯টি, কমিউনিটি সেন্টার সংখ্যা-১টি এবং কার পার্কিং-৩০৬টি