JICA (জাইকা) টিম কর্তৃক নারায়ণগঞ্জ নগরীর অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শন
অদ্য ২২ জানুয়ারী ২০১৮ ইং তারিখ মি. ক্রিস কেপারনিক (সিনিয়র ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজার, ডিএসএম) এবং মি. পিটার হফ ম্যান (ব্রিজ ইঞ্জিনিয়ার, ফিজিবিলিটি স্ট্যাডি এবং মাস্টার প্লান), সিটি কর্পোরেশনের প্রকৌশলীগণ এবং প্রকল্পের সংশ্লিষ্ট কনসালটেন্টসহ, সিজিপি (জাইকা) প্রকল্পের চলমান ৯টি প্যাকেজের কাজ পরির্দশন করেন।
পরিদর্শন কলের কিছু ছবি নিন্মরূপ :
ছবিঃ লহ্মনখোলা রাস্তা ও ড্রেন এর কাজ পরিদর্শন।
ছবিঃ লহ্মনখোলা ব্রিজের পাইলের স্থান পরিদর্শন।
ছবিঃ ব্রিজের সাইট পরিদর্শন।
ছবিঃ কদমরসুল অঞ্চলে রাস্তার কাজ পরিদর্শন।