ফিলিপাইনের সরকার এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর একটি প্রতিনিধি দল ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে শহুরে দারিদ্র্য হ্রাসে দু'দেশের অভিজ্ঞতা শিখতে ও ভাগ করে নেওয়ার জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী’র সাথে সাক্ষাত করেন এবং নগর দারিদ্র্য নিরসনে ইউএনডিপি’র উদ্যোগের বিষয়ে আলোচনা করেন। ইউএনডিপি ফিলিপাইনের আবাসিক প্রতিনিধি, জনাব Titon Mitra এর সাথে প্রতিনিধি দলটিতে আরো উপস্থিত ছিলেন, ইউএনডিপি ফিলিপাইন এর সিনিয়র নীতি উপদেষ্টা এবং ফিলিপাইন সরকারের স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের টেকনিক্যাল সহকারী জনাব Andrew Parker, একই মন্ত্রনালয়ের Fausiah Abdula এবং Mohammad Nor Abdullah Anggie.