নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় মর্গ্যান স্কুল এন্ড কলেজে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডাঃ এ এফ এম মুশিউর রহমান, সিভিল সার্জন, নারায়ণগঞ্জ; মোঃ আব্দুল করিম, প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর, ওয়ার্ড নং-১৭; মনিরুজ্জামান মনির, কাউন্সিলর, ওয়ার্ড নং-১৪; অসিত বরন বিশ্বাস, কাউন্সিলর, ওয়ার্ড নং-১৫; আফসানা আফরোজ, সংরক্ষিত কাউন্সিলর, ওয়ার্ড নং- ১৬,১৭,১৮; ডা. শেখ মোস্তফা আলী ও ডা. নাফিয়া ইসলাম, মেডিকেল অফিসার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, ডা. ফারহানা রহমান, ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট, ইউনিসেফ; প্রধান শিক্ষক, মর্গ্যান স্কুল এন্ড কলেজ এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সিটি কর্পোরেশনের ভ্যাকসিনেটর সুপারভাইজার, টিকাদানকারী ও স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।