Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ ডিসেম্বর ২০২৩

Global Covenant of Mayors (GCoM) কর্তৃক নারায়ণগঞ্জ নগরীর আন্তর্জাতিক সম্মাননা অর্জন ।


প্রকাশন তারিখ : 2023-12-06

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নের্তৃত্বে নারায়ণগঞ্জ নগরী আরো একটি আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছে।
কার্বন নিঃসরণ হ্রাস, পরিবেশ প্রতিবেশ, জলবায়ু উন্নয়নে গৃহীত পদক্ষেপের কারণে দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি প্রশমন এবং অভিযোজনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভূমিকার জন্য Global Covenants of Mayors (GCoM) এর এ বছরের আঞ্চলিক কর্মশালায় নারায়ণগঞ্জ নগরীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এখানে ICLEI South Asia সহ অন্যান্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর সহায়তায় নারায়ণগঞ্জ নগরীতে চলমান এবং সমাপ্ত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে নেট জিরো কার্বন (Net Zero Carbon) বাস্তবায়নের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা হয়।
এবসছর সাউথ এশিয়া এবং দক্ষিন পুর্ব এশিয়ার ৪৮ টি শহর এবং ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ অংশগ্রহনকারী দেশসমূহের মধ্যে নারায়ণগঞ্জ, সুরাট, কোচি, পুনে, থিম্পু, জাকার্তা এই ছয়টি নগরীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
GCoM হল জলবায়ু নের্তৃত্বের জন্য বৃহত্তম বৈশ্বিক জোট, যা ১২,৫০০ টিরও বেশি শহর এবং স্থানীয় সরকারের প্রতিশ্রুতির উপর নির্মিত। এই নগরীগুলো ৬ টি মহাদেশ এবং ১৪৪টি দেশের সমন্বয়ে গঠিত। GCoM পৃথিবীর ১ বিলিয়নেরও বেশি মানুষের প্রতিনিধিত্ব করে। এবছর নেপালের রাজধানী কাঠমন্ডূতে আঞ্চলিক কর্মশালা অনূষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন নেপালের মাননীয় ডেপুটি প্রাইম মিনিষ্টার নারায়ণ কাজী শ্রেষ্ঠ, ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিধি (নেপাল), ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ (ভারত), Municipal Association of Bangladesh (MAB) এর প্রেসিডেন্ট দেওয়ান কামাল আহমেদ, GCoM বৈশ্বিক টিমের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে সিটি প্রোজেক্ট অফিসার দীপক ভৌমিক এই সম্মাননা গ্রহণ করেন।
বাংলাদেশ থেকে এ বছর একমাত্র নারায়ণগঞ্জ নগরী এই সম্মাননা অর্জন করে। মাননীয় মেয়র নারায়ণগঞ্জ নগরীকে বসবাসযোগ্য এবং পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন