সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ সেপ্টেম্বর ২০২২
৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।
প্রকাশন তারিখ
: 2022-09-01
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কঠিন বর্জ্য সংগ্রহ এবং অপসারণের জন্য ১৯১.১৮২৫ কোটি টাকা ব্যয় সংবলিত একটি প্রকল্প বিগত ৩১-১০-২০১৭ তারিখে একনেক সভায় অনুমোদিত হয়। সংশোধিত প্রকল্প ব্যয় ৩৪৫.৯১ কোটি টাকা। এই প্রকল্পের আওতায় মোট ২৩.২৯ একর ভূমি অধিগ্রহণের সংস্থান রয়েছে। একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রী বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদনের জন্য ১০ একর জমি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন। তারই ধারাবাহিকতায় ২১-০৩-২০১৮ তারিখে বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের উপস্থিতিতে চেয়ারম্যান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও প্রধান নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক অনুযায়ী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন ৬০০ টন বর্জ্য নিজস্ব ব্যবস্থাপনায় প্লান্টে সরবরাহ করবে। পিডিবি ৬ মেগাওয়াট উৎপাদিত বিদ্যুৎ নির্ধারিত (20.91 USD Cents/Kwh) মূ্ল্যে ক্রয় করবে।
অদ্য সকাল ১১:০০ ঘটিকায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ-এর বলরুমে UD Green Energy (NCC Bangladesh) Company Ltd. এর সাথে ৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের চুক্তি (IA, LUA, WSA, PPA) স্বাক্ষর অনুষ্ঠিত হয়। প্রকল্পটি নির্মাণ কাজ সম্পন্ন হতে প্রায় ১৮ (আঠার) মাস সময় লাগবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ শহর একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত হবে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ, এমপি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, মাননীয় চায়না রাষ্ট্রদূত H.E. Mr. Li Jiming এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মোঃ মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব জনাব মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর মাননীয় চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান, ইউডি গ্রুপ, চায়না এর প্রধান নির্বাহী কর্মকর্তা Mr. Zhou Dingxi এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাননীয় প্রশাসক
জনাব এ এইচ এম কামরুজ্জামান
প্রশাসক
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন
কেন্দ্রীয় ই-সেবা
সামাজিক যোগাযোগ
ইনোভেশন কর্নার
জরুরি হেল্পলাইন নম্বর